Teachers

Name Will be added

প্রফেসর মোঃ মঈনউদ্দিন খান সভাপতি, গুলশান কমার্স কলেজ

                                    সভাপতির বাণী

                                        সভাপতি

                               গুলশান কমার্স কলেজ

মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদের করোনা নামক মহামারির হাত থেকে রক্ষা করে সুস্থভাবে বেঁচে থাকার সামর্থ্য দিয়েছেন।স্থবির হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা পুনরায় স্বরূপে ফিরে এসেছে।শিক্ষা প্রতিশঠাঙ্গুলো শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে।আমরা আসা করি সকল প্রতিকুলতাকে পাস কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে সঠিক ধারায় এবং খুঁজে নিবে এর সঠিক কক্ষপথ।

দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, শক্ষার প্রায়োগিক বাস্তবতা ও নিবিড় পর্যবেক্ষণের অভিজ্ঞতা দিয়ে গুলশান কমার্স কলেজকে একটি আদর্শ বিদ্যাপীঠ ও ব্যবসায় শিক্ষায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি.২০০৮ থেকে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল;২০১৭ সালে ঢাকা বোর্ডের মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন;২০১৯ সালে ঢাকা মহানগরীর কলেজসমূহের মধ্যে অধ্যক্ষ এম এ কালাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়াসহ কলেজের সার্বিক চিত্র আমাদেরকে আশাবাদী করে তুলেছে। শিক্ষার্থীদের এসব সাফল্য নিত্য-নতুন উদ্ভাবনী কৌশল নিয়ে এগিয়ে যেতে আমাদেরকে আরো উৎসাহ যোগাবে।

অর্থনৈতিক অগ্রগতি,জীবন-যাত্রার মান বৃদ্ধি,বার্ষিক মাথা পিছু আয়সহ প্রায় সকল সূচকে আমাদের অগ্রযাত্রা বিশ্ব দরবারে প্রশংসনীয়।আমরা  এখন উন্নয়নশীল রাষ্ট্রের অন্তর্ভুক্ত। দক্ষ জনশক্তি ও সুনাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তোলা এখন সময়ের দাবী।তাই প্রকৃত ইতিহাস চর্চার মাধ্যমে তথ্য প্রযুক্তির সফল প্রয়োগে মুক্তিযুদ্ধের আদর্শে সোনার বাংলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ-উন্মেষ ও জাগরণের প্রত্যয়ে শিক্ষার মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নের রূপকারের ভূমিকায় যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদের তালিকায় কমার্স শিক্ষায় বিশেষায়িত গুলশান কমার্স কলেজ অগ্রগণ্য বলে বিবেচিত হওয়ার দাবি রাখে।আধুনিক পাঠদান কৌশল হিসেবে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমন্বয়ে ত্রি-স্তর বিশিষ্ট বলয় সৃষ্টির মাধ্যমে গুণগত ও মানসম্মত শিক্ষার পথ প্রশস্ত করছি;যা জাতিকে করবে সমৃদ্ধ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের সারিতে।

শিক্ষার সুফল যাতে রাষ্ট্র সামগ্রিকভাবে পেতে পারে সেদিক বিবেচনায় রেখে শিক্ষার্থীদের মনোজগতের ইতিবাচক পরিবর্তনে আমরা সচেষ্ট ।শিক্ষার বাণিজ্যিকীকরণের বিপক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট ।সেবার মনোভাব নিয়ে আমাদের পথ চলা। জন্সংখ্যার ভারে ন্যূজ এ দেশকে এগিয়ে নিয়ে যাবে যে প্রজন্ম তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।এ অভিযাত্রায় শুভবোধ সম্পন্ন সকলের সহমর্মিতা,সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আমাদেরকে আরো লক্ষ্যাভিসারি করবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে সকলের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করছি।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।
 

প্রফেসর মোঃ মঈনউদ্দিন খান

এ্যামিরেটস প্রফেসর, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি সাবেক ডীন, বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।